শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিরাজদিখান প্রেসক্লাবের শপথ ও অভিষেক অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ৮:২০ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। নবনির্বাচিত কমিটির পরিচিতি শেষে শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এমদাদুল হক পলাশ। অতিথিদের বক্তব্যের পরে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাসেদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুজ্জামান পনির, সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সধারণ সম্পাদক জাবেদুর রহমান যুবায়ের, সাংগঠনিক সম্পাদক ইসমাইল খন্দকার ,সরকারি ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, উপজেলা মৎস্য কর্মকর্তা যুধীষ্ঠির রঞ্জন পাল, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী আক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন