শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

পাঁচ তলা থেকে পড়ে বুক-পেটে ঢুকে গেল রড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

রাজধানীর শান্তিবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের পাঁচ তলা থেকে রডের ওপর পড়ে যান জুয়েল রানা (২০) । এতে দুটি রড তার পেট ও বুকের ভিতরে ঢুকে যায়। গতকাল সকালে শান্তিবাগ পানির পাম্পের পাশের ভবনে এ ঘটনা ঘটে।

আহত জুয়েলের সহকর্মী মো. শাকিল জানান, তারা শান্তিবাগ পানির পাম্পের পাশে একটি নির্মাণাধীন ভবনে এক মাস ধরে কাজ করছেন। গতকাল সকালে তারা কয়েকজন পাঁচ তলায় কাজ করছিলেন। এ সময় জুয়েল অসাবধানতাবশত নিচে বাউন্ডারি ওয়ালের রডের ওপর পড়ে যায়। এতে তার বুক ও পেটে দুটি রড ঢুকে যায়। পরে রডসহ তাকে হাসপাতালে নিয়ে যাই। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত জুয়েলের পেটে ও বুকে দুটি রড ঢুকেছে। রডসহ তাকে ঢামেকে নিয়ে আসা হয়। আহত জুয়েলের চাচা সাইফুল ইসলাম জানান, তাদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর গ্রামে। বাবার নাম মো. রতন রাঢ়ী। তিন ভাই এক বোনোর মধ্যে জুয়েল তৃতীয়, পেশায় নির্মাণ শ্রমিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন