স্টাফ রিপোর্টার, সাভার থেকে : কারখানা চালু ও বকেয়া দুই মাসের বেতনের দাবিতে সাভারে একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
গতকাল মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার ‘মেরিডিয়ান ফ্যাশন ওয়ার লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ-১ এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুকুল মোহন কু- জানান, গত দুই মাস ধরে কারখানায় কাজ না থাকায় কারখানাটি বন্ধ রয়েছে। শ্রমিকরা কারখানায় এসে বসে সময় পার করে চলে যান। কাজ না থাকা কারখানার তিন শতাধিক শ্রমিকের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে।
বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। এদিকে আবার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মঙ্গলবার কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ফলে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও কারখানা চালু হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন