কক্সবাজারের উখিয়ায় র্যাবের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব-১৫। এর মধ্যে একজন নারী পাচারকারী রয়েছে। গত বুধবার দিবাগতরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১৫ এর সহকারী পরিচালক বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল পালংখালী বাজারস্থ তাজমান মডেল ফার্মেসীর সামনে কক্সবাজার-টেকনাফ সড়কের উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নারীসহ দুইজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন উলুবনিয়া এলাকার রুহুল আমিন ও উখিয়ার পালংখালীর মোছারখোলা এলাকার খালেদা বেগম।
তিনি আরও বলেন, ধৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালিত করে আসছেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন