গত ২৪ ঘন্টায় খুলনায় করোনা শনাক্ত হয়েছেন ১৪৭ জন। একই সময়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এর আগে গতকাল বৃহষ্পতিবার খুলনায় ৪ জন মারা যান। আক্রান্ত হন ১৭৭ জন।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৪ ঘন্টায় খুলনায় ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ৬২৬ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৮ শতাংশ। আক্রান্তদের মধ্যে পুরুষ ৮৪ জন, নারী ৬৩ জন। কোভিড হাপাসতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন। আইসিইউতে রয়েছেন ১১ জন। তিনি আরো জানান, খুলনায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৩৮ জন। মারা গেছেন ৭৮৬ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন