পটুয়াখালীর কলাপাড়ায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে সেভেনস্টার নামের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। শুক্রবার ভোররাতে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কে টিয়াখালী চৌরাস্তায় মাছবাজার সংলগ্ন এলাকায় পরিবহনটি খাদে পড়ে য়ায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ব-১৫-৪৩-১১) পরিবহনটি ভোরারাতে কুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে একটি দোকান ঘর চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ওই দোকান ঘরটি দুমরে মুচরে যায়। এসময় চালক আহত হন। তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে যাত্রী না থাকায় বড়ো ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, কুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে একটি বাস খাদে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। বাসটিতে হেল্পার এবং চালক ছাড়া আর কেউ ছিলো কিনা আমরা খোঁজ নিয়ে দেখছি। তবে কেউ গুরুতর আহত হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন