চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৭৪ জন। শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় চট্টগ্রামের ৯টি ল্যাবে মোট দুই হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ৪৩৩ জন এবং বাকি ১৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা এক লাখ ২২ হাজার ৬৮৫। মারা গেছেন এক হাজার ৩৫৯ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন