মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেন, প্রাণিসম্পদ খাতকে ঢেলে সাজানো হচ্ছে। এ খাতকে উন্নত করার জন্য গ্রহণ করা হয়েছে অনেক পরিকল্পনা। তারেই অংশ হিসেবে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটানো হবে সিলেটে প্রাণিসম্পদ খাতে। মন্ত্রী বলেন, এখানে যাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা যায় এজন্য স্থাপন করা হচ্ছে সিলেটে ডিপ্লোমা ইন্সটিটিউট। এখান থেকে পাস করে যারা বের হবে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাদের মেধা কাজে লাগাতে পারবে দেশ-বিদেশে। সরেজমিনে সিলেট পরিদর্শন করে এ সেক্টরে যে সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে সমাধান করা হবে। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেটকে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। তাই সিলেটকে আরো সমৃদ্ধশালী করতে বড় বড় প্রকল্পের কাজে তিনি সহায়তা করছেন। সিলেটকে উন্নত করার জন্য প্রাণিসম্পদ খাতের সব প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে ।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় সিলেটে প্রাণিসম্পদ অধিদফতরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী শ ম রেজাউল করিম। এসময় মন্ত্রী আরও বলেন, অবহেলায় নয়-গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জীবাণু সংক্রমণে জেব্রা, বাঘ আর সিংহের মৃত্যু হয়েছে। যে সকল বিদেশি প্রাণী আনা হয়, সে দেশের জলবায়ু কিংবা থাকার জায়গা আমাদের দেশের মতো নয়। এছাড়া বিভিন্ন ধরনের রোগ ও জীবাণু সংক্রমণও হয়। যার ফলে মারা যায় প্রাণীরা। তিনি বলেন, সকল প্রাণীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। গতকাল সকাল সাড়ে ১০টায় সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি (আইএলএসটি) প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা সহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন