শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নায়িকা নিপুণ সাধারণ সম্পাদক ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

বাংলাদেশের সিনেমা সংশ্লিষ্টর ভাল সিনেমার চেয়ে সংগঠন নিয়েই বেশি ব্যস্ত। কিছুদিন আগে শিল্পী সমিতির নির্বাচনে যে প্রচারণা হয়েছে তা যেন জাতীয় সংসদ নির্বাচনকে হার মানিয়েছে। সে নির্বাচনে ফলাফল নিয়েও বিতর্ক গণমাধ্যমে ফলাও করে প্রচার কাা হয়। নির্বাচনী ফলাফল নিয়ে সেই বিতর্কের মধ্যেই অবশেষে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করেছে আপিল বোর্ড। গতকাল এফডিসিতে ডাকা এক সভা শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। নির্বাচনী আচরণবিধি না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করা হয়েছে। তার পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ এ পদে জয়ী হয়েছেন।

এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গতকাল শনিবার এফডিসিতে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও কার্যকরী সদস্য পদে চুন্নুর নির্বাচন আচরণবিধি লংঘনের অভিযোগ নিয়ে বৈঠকে বসে আপিল বোর্ড। সেখানে উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন, দুই নির্বাচন কমিশনার জাহিদ হোসেন ও বি এইচ নিশান, অভিযোগকারী নায়িকা নিপুণ। তবে এ বৈঠকে দুই অভিযুক্ত উপস্থিত ছিলেন না। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান।

এ ঘটনার মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি নিয়ে জটিলতার অবসান হতে যাচ্ছে। তবে আপিল বোর্ডের এ রায় মেনে নিয়েছেন কি না, সে বিষয়ে জায়েদ খান বলেছেন, আমি আপিল করবো। নিপুণকে বিজয়ী ঘোষণা হাস্যকর বেআইনী। তবে নিপুণ বলেছেন, সত্যের জয় হয়েছে। আমি নির্বাচিত হয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন