বিনোদন ডেস্ক : ইন্টেরিয়র ডিজাইন নিয়ে অনুষ্ঠান ‘রক্সি রঙের মেলা চারদেয়ালের কাব্য’। অনুষ্ঠানটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচার হয় এটিএন বাংলার পর্দায়। খুব সহজেই কীভাবে নিজের ঘরটি দৃষ্টিনন্দন করে সাজাতে হবে সেই বিষয়ে মূল্যবান পরামর্শের পাশাপাশি বাড়ি ও অফিসসহ বিভিন্ন স্থাপনা সাজানোর উপকরণের প্রাপ্তিস্থান, বাজার দর, ইন্টেরিয়র ডিজাইনিং স্কুলের নানান তথ্য উপস্থাপন করা হয়ে থাকে এ অনুষ্ঠানে। সাথে থাকে দৃষ্টিনন্দন একটি ভিডিওচিত্র, যেখানে উপস্থাপন করা হয় অসাধারণ সব বাড়ির অভ্যন্তরীণ ডেকোরেশন, নান্দনিকতা, লাইটিং ইত্যাদি। অনুষ্ঠানের প্রতি পর্বে অংশগ্রহণ করে থাকেন, স্থপতি, শিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ সেলিব্রেটি অতিথিবৃন্দ। অনুষ্ঠানের এ পর্বটি সাজানো হয়েছে চিত্রনায়িকা নিপুণের বাসার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে। অভিনেত্রীর বাসার অন্দর সজ্জা তুলে ধরা হয়েছে দর্শকদের জন্য। পাশাপাশি নিজের বাসার ইন্টেরিয়র ডিজাইন নিয়েও কথা বলেছেন নিপুণ। এবারের পর্বে স্টুডিওতে অতিথি হিসেবে হাজির হয়েছেন ডার্মাটোলজিস্ট ও কণ্ঠশিল্পী এবং বাংলাদেশে লেজার চিকিৎসক ড. ঝুমু খান। উপস্থাপিত হবে চারপাশ পরিপাটি করে রাখার নানা রকম টিপস। শামীম আরা মুন্নির উপস্থাপনা এবং সেলিম দৌলা খানের পরিচালনায় রক্সি রঙের মেলা চার দেয়ালের কাব্য অনুষ্ঠানটি প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন