শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাজেক ভ্রমণে দু’দিনের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, রাঙামাটি থেকে : | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

রাঙামাটির বাঘাইছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আজ রোববার ও আগামীকাল সোমবার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সেই সাথে দুই দিনের জন্য সাজেকের সব রিসোর্ট মালিকদের বুকিং নিতে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বন্ধ থাকবে পর্যটকবাহী পরিবহন চলাচলও। এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শরীফুল ইসলাম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি বাঘাইছড়ি উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সাজেক এলাকার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।
ইতোমধ্যে প্রশাসন থেকে সাজেকের সব রিসোর্ট মালিককে ৬ ও ৭ ফেব্রুয়ারির জন্য বুকিং নিতে নিষেধ করা হয়েছে। কটেজ মালিক সমিতি অফ সাজেক’র পক্ষ থেকে সকল ট্যুরিস্ট এবং রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নির্বাচনের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে অনুরোধ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন