শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

এবার বোধহয় মাহবুব তালকুদারের মতো কাউকেও পাওয়া যাবে না

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১:২১ পিএম

নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, নির্বাচন কমিশন গঠন করার প্রাথমিক দায়িত্ব দেয়া হয়েছে সার্চ কমিটিকে। এই কমিটির লোকজনকে দেখে সন্দেহ লাগছে। কমিটিতে নাগরিক হিসেবে নিযুক্তি পেয়েছেন আনোয়ারা সৈয়দ হক ও ছহুল হোসাইন। গত দুটো ভুতুড়ে নির্বাচন, নূরুল হুদা কমিশনের পিলে চমকানো কর্মকান্ড এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন নিয়ে বহু নাগরিক কথা বলেছেন গত কয়েক বছরে। আনোয়ারা হক বা মুহাম্মদ ছহুল হোসাইন কখনো কিছু বলেননি। ছহুল হোসাইন বরং গতবার নির্বাচন করতে চেয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে।

এজন্যই কি রাষ্ট্রপতি সার্চ কমিটিতে নিয়োগ দিয়েছেন তাদের? এই কমিটি কি নির্বাচন কমিশন উপহার দিবে তাহলে? গতবার কমিটিতে সৈয়দ মনজুরুল ইসলামের মতো একজন বিবেকবান মানুষ ছিলেন বলে আমরা কমিশনে মাহবুব তালুকদারকে পেয়েছিলাম। এবার বোধহয় তেমন কাউকেও পাওয়া যাবে না নির্বাচন কমিশনে।

সূচনাতেই সরকারের উদ্দেশ্য নিয়ে হতাশ লাগছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন