রাজধানীর মহাখালী এলাকায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. আব্দুল মোতালেব পারভেজ (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ী। রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার সময় একজন অটোরিকশা চালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া পারভেজ ঢাকা পোস্টকে বলেন, আমি চট্টগ্রামে কাপড়ের ব্যবসা করি। কাপড় কেনার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছি। ফুলবাড়িয়া থেকে কাপড় কিনে মহাখালী যাওয়ার সময় বাসের পেছনের সিটে বসা এক যাত্রী আমার কাছে পানি খেতে চায়। আমি পানির বোতল দিলে সেই পানির বোতল আবার ফেরত দেয়। আমি ওই পানি খাওয়ার পরে আর কিছুই মনে নেই। তিনি আরও জানান, আমার কাছে থাকা কাপড় কেনার ৭৪ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্র। আমার বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান থানার কদলপুর এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করে একজন অটোরিকশা নিয়ে এসেছিলেন। ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফিরেছে। তিনি আগের চেয়ে অনেকটা ভালো। চিকিৎসক তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন