ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নে গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ । গতকাল রোববার তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা, নগদ ৩০ হাজর টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মামলার বিবরণে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার এস. আই আশরাফ হোসেনের নেতৃত্বে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে তার বাড়ি থেকে রবিউল বেপারী ও হাসান মোল্যাকে গ্রেফতার করা হয়।
সদরপুর থানা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দুই মাদক ব্যবসায়ীদের আটক করে কোর্ট চালান করলে আদালত দুই আসামিকে জেলহাজতে প্রেরণ করেন। বিষয়টি জানায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার। উক্ত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের মৃত শাহবুদ্দিন বেপারীর ছেলে রবিউল বেপারী ও চর বিষ্ণপুর ইউনিয়নের জামতলা গ্রামের মেঘলা মোল্যার পুত্র হাসান মোল্যা। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে এবং এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন