রাজধানীর পল্লবীতে মিরপুর বিহারী ক্যাম্পের একটি বাসায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীরকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার খালাতো ভাই আজিজ। তিনি বলেন, মিরপুরে বিহারী ক্যাম্পে কালাম নামের এক ব্যক্তির বাসার দ্বিতীয় তলায় প্লাস্টারের কাজ করছিলেন রাজমিস্ত্রী জাহাঙ্গীর। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন। তার বাড়ি যশোর জেলার কেশবপুর থানার মধ্যকুল এলাকায়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন