শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভোলাহাটের ৩ ইউপিতে দুই স্বতন্ত্র প্রার্থীর জয়

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৯:০৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩ ইউনিয়নে দুজন স্বতন্ত্র প্রার্থীসহ একজন নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ জানুয়ারি) রাতে উপজেলায় বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার তাহসিনুর রহমান।

উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী পিয়ার জাহান (মোটরসাইকেল) ৪ হাজার ৯৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন মোট ৪ হাজার ৪৫১ ভোট।

দলদলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক চুটু চশমা প্রতীকের প্রার্থী ৫ হাজার ৭২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আনিসুর রহমান পেয়েছেন মোট ৪ হাজার ৭৭৮ ভোট।

গোহালবাড়ি ইউনিয়নের নৌকা প্রতীকের ইয়াশিন আলী শাহ মোট ৮ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আনারস প্রতীকের রফিকুল ইসলাম রানা পেয়েছেন মোট ৫ হাজার ৬৭৩ ভোট।

আজ সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩ ইউনিয়নে স্থগিত হওয়া ৫টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়।
প্রসঙ্গত, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ভোলাহাটের ৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু সেদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটনায় ৩ ইউনিয়নের ৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতাদেশ দেয় রিটার্নিং কর্মকতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন