স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে পদত্যাগ করেছেন আবদুর রহমান হাওলাদার। গতকাল বুধবার পদত্যাগের বিষয়টি নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন আবদুর রহমান হাওলাদার। তিনি বলেন, পারিবারিক কারণ দেখিয়ে গত ৩১ অক্টোবর আইন মন্ত্রণালয়ে আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। ২০১৭ সালে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন বলেও জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রসিকিউটর বলেন, মূলত ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করতেই তিনি পদত্যাগ করেছেন। বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান হাওলাদার।
সম্প্রতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বর্তমানে ট্রাইব্যুনালে এত লোকবলের প্রয়োজন আছে বলে মনে করি না। এ কথা বলার কয়েক দিনের মধ্যে ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আব্দুর রহমান হাওলাদার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন