নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা এক অটোরিকসা চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইকোনোমিক জোনের সামনে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে বিআরটিসি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকসাকে চাপা দেয়। এ ঘটনায় অটোচালক সুভাস চন্দ্র দাস ঘটনাস্থলেই নিহত হন।
নিহত সুভাস চন্দ্র দাস টিপরদী এলাকায় ভাড়া থাকতেন। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার দক্ষিণ রামখানা গ্রামের মৃত অগন্দ্রী চন্দ্র দাসের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম জানান, ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত সুভাস চন্দ্র দাস এর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিত্যক্ত অবস্থায় বিআরটিসি বাসটি জব্দ করে পুলিশ হেফজতে নেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন