শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

কোস্টগার্ড বহরে আরো দু’টি জাহাজ

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো ঃ বাংলাদেশ কোস্টগার্ডের বহরে যুক্ত হলো আরও দুটি নতুন জাহাজ। ইতালি থেকে কেনা ‘সিজিএস তাজউদ্দিন’ ও ‘সিজিএস সৈয়দ নজরুল’ নামে জাহাজ দু’টি গতকাল (বুধবার) সকালে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে কোস্টগার্ডের বার্থ পতেঙ্গায় এসে পৌঁছেছে।
কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম জাহাজ দু’টিকে স্বাগত জানান। কোস্ট গার্ডের আধুনিকায়নের জন্য ২০১৫ সালের ৫ মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চারটি নৌযান কেনার প্রস্তাব অনুমোদন করে।
এরপর ইতালির নৌবাহিনীর কাছ থেকে তাদের পুরনো চারটি মিনার্ভা ক্লাস করভেট কিনে তা লিডার ক্লাস অফশোর পেট্রোল ভেসেলে রূপান্তরের কাজ শুরু হয়। চারটি নৌযানেরই নাম রাখা হচ্ছে চার জাতীয় নেতার নামে। এর মধ্যে প্রথম ধাপে গতকাল ‘সিজিএস তাজউদ্দিন’ ও ‘সিজিএস সৈয়দ নজরুল’ কোস্ট গার্ডের হাতে এসে পৌঁছাচ্ছে।
সিজিএস মনসুর আলী ও সিজিএস কামরুজ্জামানের রূপান্তরের কাজ চলছে জেনোয়ায়। কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৭ মিটার দৈর্ঘ্যরে জাহাজ দু’টিতে কামান সংযুক্ত আছে পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন সরঞ্জামও আছে জাহাজ দুটিতে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন