যশোর ব্যুরো : যশোরের মণিরামপুরে গোলাগুলির ঘটনায় শ্রমিক দলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। নিহত আনিসুর রহমান (৩৮) মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের লাউড়ি গ্রামের আনোয়ার মেম্বারের ছেলে ও শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ছিলেন। একইসাথে তিনি মণিরামপুরের কৃষক লীগ নেতা শফি কামাল ও ঠুন্ডু শাহীন হত্যা মামলার আসামি। গতকাল বুধবার ভোরে উপজেলার বেগারিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ দাবি করেন, মণিরামপুরের বেগারিতলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিজান-মাহফুজ ও আনিসুর গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ খবর পাওয়ার পর সেখানে পুলিশের একটি দলকে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনিসুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। ওসি আরো জানান, নিহত আনিসুরের বিরুদ্ধে কৃষক লীগ নেতা শফি কামাল ও যুব লীগ কর্মী শাহীন হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন