কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ৭২জন ইউপি সদস্য শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন। এসময় নবনির্বাচিত ইউপি সদস্যরা তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্টির কল্যাণে নিবেদিনভাবে কাজ করারও অঙ্গীকার করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুল রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল সহ ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম টুটুল বলেন, তৃণমুলের জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত ‘ইউনিয়ন পরিষদ’ দেশের সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় পরিষদ। এ পরিষদের সদস্যরা সরাসরি সাধারন মানুষের পাশে
থেকে কাজ করার সুযোগ পেয়ে থাকেন। তাই নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়ে জনগনের আস্থা অর্জন করেছেন তা রক্ষায় সবসময় সচেষ্ঠ থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বলেন,আপনারা আজ যে শপথ বাক্য পাঠ করেছেন এর বাস্তব প্রতিপ্রলন ঘটাতে হবে। বিশেষ করে প্রান্তিক জন গোষ্ঠীর জন্য সরকারের নানা কর্মকান্ডে ইউপি সদস্যবৃন্দ সরাসরি অংশগ্রহণ রয়েছে। বিশেষ করে বিভিন্ন ভাতা কার্ড করার ক্ষেত্রে প্রকৃত সুবিধাভোগীরা যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
উল্লেখ্য,গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে কুমিল্লা সদর উপজেলার ৬ ইউপি
নির্বাচন অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন