শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁদা দিয়েও বন্ধ হয়নি উচ্ছেদ অভিযান

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের উৎকোচ দেয়ার বাবদ দিয়ে প্রায় ২০ লাখ টাকা চাঁদা তুলেও বন্ধ হয়নি সান্তাহারÑ বগুড়া মহসড়কের দু’ধারের অবৈধভাবে গড়ে তোলা উচ্ছেদে অভিযান। গতকাল বুধবার সান্তাহার পূর্ব ঢাকারোড এলাকায় সান্তাহার-বগুড়া মহাসড়কের দুইপার্শে¦র মিল কলকারখানা, চাতাল মিলের গুদাম, দোকানপাটসহ প্রয় দেড় শতাধিক স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার উপ প্রকৌশলী মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে ম্যাজিট্রেট ডা. তায়েব-উর রহমানের উপস্থিতিতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুটি বুলডোজারসহ লোকোবল নিয়ে এ অভিযান চালানো হয়। এ সময় ব্যাপক র‌্যাব, পুলিশ মোতায়েন ছিল। এদিকে নাম না জানানোর শর্তে কয়েকজন চাতাল ব্যবসায়ী বলেন এ উচ্ছেদ অভিযান বন্ধ করার জন্য সরকার দলীয় কয়েকজন নেতা ও চাতাল ব্যবসায়ীকে ২০ লাখ টাকা চাঁদা দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন