বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আল্লামা জাফরুল্লাহ খান (রহ.) ছিলেন নায়েবে রাসূল ও মর্দে মুজাহিদ

স্মরণ সভায়-শীর্ষ আলেম উলামা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১০:২০ পিএম

বাংলাদেশ খেলাফত আন্দোলন (একাংশ) এর সাবেক আমির আল্লামা জাফরুল্লাহ খাঁন (রহ.) ছিলেন একজন নায়েবে রাসূল ও মর্দে মুজাহিদ। আমীরে শরীয়ত হযরত হাফেজ্জী হুজুর (রহ.) একনিষ্ঠ কর্মী ও উত্তরসূরি আদর্শের সৈনিক ছিলেন তিনি। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি (রহ.)এর একনিষ্ঠ খলিফা ছিলেন মাওলানা জাফরুল্লাহ খান। মহান আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। মাওলানা জাফরুল্লাহ খানের স্মরণে আজ মঙ্গলবার সন্ধ্যায় কেরাণীগঞ্জের জিয়ানগর মাশরাবুল উলূম মাদরাসায় স্থানীয় উলামায়ে কেরামের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন হাফেজ্জী হুজুর (রহ.) নাতি মুফতি ফজলুল্লাহ মিয়াজি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের একাংশের প্রধান আমীরে শরীয়ত মাওলানা আবু জাফর কাশেমী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের নায়েব আমীর মাওলানা আবুল কাশেম কাশেমী, খেলাফত মজলিসের নেতা মাওলানা আহম্মাদ আলী কাশেমী, দলের ভারপ্রাপ্ত মহাসচিব আলহাজ আজম খান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর আমির মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ, মুফতি মাহমুদ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা ফিরোজ আশরাফী মাওলানা বেলায়েত হোসেন আল ফিরোজী, গোলাম মোস্তাফা, ডাক্তার মুহাম্মদ খালেদ হোসেন, ফরিদুল ইসলাম ও আলহাজ মামুন খান। নেতৃবৃন্দ বলেন, মাওলানা জাফরুল্লাহ খান হযরত হাফেজ্জী হুজুর (রহ.) ও আহমদ শফি (রহ.) এর মিশন বাস্তবায়নের নিরালস ভাবে দায়িত্ব পালন করে গেছেন। দুর্নীতির ও স্বার্থের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন । তিনি রাজনৈতিক অঙ্গনে ইসলামী দলগুলকে ঐক্যবদ্ধ হওয়ার যথাযথ ভূমিকা পালন করে গেছেন। মহান আল্লাহ্ তায়ালা অবশ্যই তার মেহনত কবুল করে জান্নাতের সুস্থ উচ্চ মাকাম দান করুন আমীন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন