শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনা বিভাগে ২৪ ঘন্টায় করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৩৭১

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৪ পিএম

খুলনা বিভাগে কমেছে করোনায় মৃতের সংখ্যা, বেড়েছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৭১ জনের। এর আগে, মঙ্গলবার বিভাগে ৩২০ জনের করোনা শনাক্ত এবং ১২ জনের মৃত্যু হয়েছিল।
আজ বুধবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহ ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৭১ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ৬৯ জন ও যশোরে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া সাতক্ষীরায় ৩৪ জন, ঝিনাইদহে ২২ জন, বাগেরহাটে ২১ জন, নড়াইলে ১৮ জন, মাগুরায় ৫ জন, চুয়াডাঙ্গায় ২৪ জন ও মেহেরপুরে ২৪ জনের শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৯ জন।
তিনি আরো জানান, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৬ হাজার ৭৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার ৫০১ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২৪৯ জন।
শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ৫৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫৭৭ জন।
এ ছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮২৫ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরা ও মাগুরায় ৯১ জন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন