শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দৌলতখানে মেঘনার ভাঙন রোধে ৫২২ কোটি টাকা ব্যয়ে সিসি ব্লক কাজের উদ্বোধন।

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৪ পিএম

ভোলার দৌলতখান উপজেলাকে মেঘনার ভাঙন থেকে রক্ষা করতে ৫২২ কোটি টাকা ব্যয়ে সিসি ব্লক কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারী) সকালে ভবানীপুর লঞ্চঘাটে দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ অালী আজম মুকুল এমপি।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মুকুল বলেন, 'দৌলতখানবাসীর প্রধান সমস্যা নদী ভাঙন। তাদের দীর্ঘদিনের এ সমস্যা সমাধান করবো বলে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে দৌলতখান ও বোরহানউদ্দিনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। '
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন