বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি স্থপতি ড. নিজামউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩৬ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর স্থপতি ড. নিজামউদ্দিন আহমেদ। বুধবার (৯ ফেব্রুয়ারি) গাজীপুরে বিশ^বিদ্যালয়ের মূল ক্যাম্পাসে যোগদান করেন তিনি। এসময় স্থপতি নিজামউদ্দিন আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান।

ড. নিজামউদ্দিন আহমেদ গত তিন যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন সময়ে ডিন ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যুক্তরাজ্যের প্রখ্যাত শেফিল্ড বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি কমনওয়েলথ স্কলার ও ফেলো ছিলেন। ড. নিজামউদ্দিন মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বাংলাদেশ টাইমস ও ডেইলি স্টার পত্রিকায় দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা করেছেন। বীর মুক্তিযোদ্ধা প্রফেসর নিজাম বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার ছিলেন। বাংলাদেশ স্কাউটস ২০০৯ সালে ড. নিজামকে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রোপ্য ইলিশ’ এবং ২০১৩ সালে সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রোপ্য ব্যাঘ্র’ প্রদান করে। এশিয়া-প্যাসিফিক স্কাউটস অঞ্চল ২০১৯ সালে তাঁকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড-এ ভূষিত করেন। তিনি ওয়ার্ল্ড স্কাউট ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশের দি¦তীয় ‘ব্যাডেন পাওয়েল ফেলো’ অর্জনকারী। পাশাপাশি তিনি রোটারি ক্লাবের চ্যার্টার প্রেসিডেন্ট ও ডোনার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন