বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বন্দুকযুদ্ধে নিহত মাস্টার দেলুর ৩ সহযোগী ৫ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ডাকাত সর্দার অস্ত্রধারী সন্ত্রাসী মাস্টার দেলুর ৩ সহযোগীকে ২টি মামলার ৫ দিনের রিমান্ডে এনেছে পুলিশ। গতকাল (বুধবার)  মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই রাসেল আহম্মেদ পৃথক দু’টি মামলায় ১৪ দিন রিমান্ড  চেয়ে আদালতে পাঠালে আদালত একটি মামলায় ৩ দিন ও অপর একটি মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে এলাকাবাসীর দাবি মাস্টার দেলুর বিশাল বাহিনীর অন্যান্য সদস্যদের গ্রেপ্তার ও তার অবৈধ অস্ত্রভা-ার উদ্ধার করবে পুলিশ এমনটাই দাবি এলাকাবাসীর। ৩০ অক্টোবর ভোর রাতে সিদ্ধিরগঞ্জে গোদনাইল বাস্টস্ট্যান্ড এলাকায় বীর মুক্তিযোদ্ধা মরহুম ইসমাইল মিয়ার ৩ তলা বাড়িতে র‌্যাব অভিযান চালালে র‌্যাবকে লক্ষ্য করে দুর্ধর্ষ অস্ত্রবাধি সন্ত্রাসী মাস্টার দেলু ও তার ৩ সহযোগী গুলি করে। র‌্যাব পাল্টা গুলি করলে মাস্টার দেলু গুলিবিদ্ধ হয়। এ সময় তার ৩ সহযোগী  ফয়সাল হোসেন (২৮), আক্তার হোসেন (২৭) ও সাজ্জাদ  হোসেন ওরফে শিহাবুল আলম শিহাব ওরফে আরিফ (৩৪)-কে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় এবং আহত দেলুকে হাসপাতালে নিলে চিকিৎসক দেলুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে র‌্যাবের সাথে গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি হত্যা ও একটি অস্ত্র মামলা করেন সিদ্ধিরগঞ্জ থানায়। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল আহম্মেদ পৃথক দু’টি মামলায় ৭ দিন করে ১৪ দিন রিমান্ডে চাইলে আদালত অস্ত্র মামলায় ২ দিন ও হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।





 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন