সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের নিজ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। শেখ আব্দুর রহিম শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আবু দাউদের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীসহ তার পরিবারের সদস্যদের দাবি, আব্দুর রহিমকে গ্রেফতারের সময় রাস্তার উপর ফেলে বেপরোয়া মারপিট করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, চেয়ারম্যান আব্দুর রহিমের বিরুদ্ধে আদালত থেকে ১০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এছাড়া একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সে। তাকে পুলিশ খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন শেখ আব্দুর রহিম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন