খুলনা মহানগরীর দৌলতপুরে দুইটি হত্যা ও একটি ডাকাতি মামলার পলাতক আসামি রিপন ওরফে এ্যালকো রিপনকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যাব। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ২০১৬ সালে ইকবাল হোসেন ও অনুশ দাশ হত্যা মামলা রয়েছে। এছাড়া ২০২১ সালে পাট ব্যবসায়ী শেখ ফারুক হোসেনের বাড়িতে ডাকাতির মামলায় তার সম্পৃক্ততা রয়েছে।
গতকাল বুধবার দুপুরে খুলনা র্যাব কার্যালয়ে র্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল মো. মোসতাক আহমেদ তথ্য জানান। এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকার পান্থপথ এলাকা থেকে আসামি রিপনকে গ্রেফতার করা হয়।
সে ওই এলাকায় আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে যশোর জেলার অভয়নগরে হত্যা চেষ্টার অভিযোগে আরও দু’টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ২০১৬ সালে দৌলতপুরে ইকবাল হোসেনকে গুলি করে হত্যা করার কথা স্বীকার করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন