বাংলা কথাসাহিত্যের অমর শিল্পী মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরতেœর ৯১তম মৃত্যুবার্ষিকী পালন ও তাঁর উপর রচিত ৩টি গবেষণামূলক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে গত ৩০ অক্টোবর গণগ্রন্থাগার অধিদপ্তরের সেমিনার কক্ষে (শাহবাগ, ঢাকা) ‘নজিবর রহমান সাহিত্যরতœ একাডেমি’ ও ‘জাতীয় গ্রন্থ প্রকাশন’-এর যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, এমিরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক-গবেষক আবুল কাশেম ফজলুল হক, সুপারন্যুমারি প্রফেসর, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব আলী ইমাম, কথাশিল্পী প্রফেসর অনামিকা হক লিলি। আলোচনায় অংশ নেন ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহম্মদ আব্দুল হান্নান, ডক্টর এম.এ. সবুর এবং লেখকের নাতি মোহাম্মদ গোলাম আম্বিয়া। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান। অনুষ্ঠানে কথাশিল্পী মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরতেœর জীবন ও সাহিত্য সম্পর্কে আলোচনা এবং তাঁর উপর মুহম্মদ মতিউর রহমান রচিত ও সম্পাদিত ৩টি গ্রন্থ- অমর কথাশিল্পী মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরতœÑ জীবন ও সাহিত্য, নজিবর রহমান রচনাবলী, প্রথম খ- (সম্পাদিত) ও নজিবর রহমান রচনাবলী, দ্বিতীয় খ- (সম্পাদিত) গ্রন্থ ৩টির মোড়ক উন্মোচন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন