শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাঁচ দিনে ৮ জেলের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি

বাগেরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় মফিজুল ইসলাম (৩২) নামের আরো এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সুন্দরবনের কালিরচর এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে তার লাশটি উদ্ধার করে জেলেরা। মফিজুল বাগেরহাটের মোংলা উপজেলার বকুলতলা গ্রামের রওশন আলীর ছেলে। ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত আট জেলের লাশ উদ্ধার হলো। আরও ছয় জেলে নিখোঁজ রয়েছেন ।
বাগেরহাট পূর্ব বন বিভাগের দুবলা শুঁটকি পল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, বঙ্গোপসাগরের সুন্দরবনের কালিরচর এলাকায় একটি লাশ ভাসতে দেখেন মাছ ধরতে যাওয়া জেলেরা।
পরে তাদের সহায়তায় বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা লাশটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গত শুক্রবার রাতে বঙ্গোপসাগরের দুবলার চর থেকে ২৫ নটিক্যাল মাইল গভীর সাগরে মাছ আহরণে থাকা ১৮টি ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন