শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কমলনগরে ৭ ট্রাক্টর মালিকের অর্থদন্ড।

কমলনগর(লক্ষ্মীপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৫:১৭ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে ভ্রাম্যমান আদালতে অর্থ দন্ড দেয়া হয়েছে সাতজন ট্রাক্টর মালিককে।এসময় তাদের কাছ থেকে নগদ আশি হাজার টাকা অর্থদন্ড করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

বুধবার সন্ধ্যায় এ অর্থদন্ড (জরিমানা) করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

জানা যায়, কৃষি জমির উর্বর অংশ টপ সয়েল (উপরি ভাগ মাটি) পরিবহন ও রাস্তায় দ্রুতগতিতে চলার সময় কমলনগর উপজেলার বিভিন্ন যায়গা থেকে আটককৃতত ট্রাক্টরের সাত মালিককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা অনুযায়ী এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ আওতায় এই জরিমানা করা হয়।

তিনি আরও জানান, সড়কে নিষিদ্ধ ট্রাক্ট চলাচলের কারণে জমিনের উর্বর মাটি কেটে জমিনের উর্বরতা নষ্ট করাসহ অহরহ সড়ক দুর্ঘটনা রোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আরো জানান, সড়ক পরিবহন আইন ২০১৮' অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন