শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম মোশারেফ মিন্টুর মাতা পানোয়ারা বেগমের ইন্তেকাল

কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৯:০২ পিএম

কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টুর মাতা পানোয়ারা বেগম (৭৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বাধ্যক্যজর্নিত রোগে ভুগছিলেন। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার জহুর নামাজ বাদ কলাপাড়া পৌরশহরের বড় সিকদার বাড়ি জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মরহুমার মৃত্যুতে কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র হাজী হুমায়ূন সিকদার, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ নুরুল হক মুন্সী, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর, সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহ উদ্দিন মাননু, সহ-সভাপতি অধ্যক্ষ দেলওয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাংবাদিক জীবন কুমার মন্ডল, অমল মুখার্জী, মোহসীন পারভেজ, নেছারউদ্দিন টিপু, মো: শরীফুল হক শাহীন, মো: এনামূল হক, হাফিজুর রহমান, অশোক মুখার্জী, নুরুল কবির ঝুনু, গেফরান বিশ্বাস পলাশ, জসীম পারভেজ, মিলন কর্মকার রাজু, কলাপাড়া রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি কবির তালুকদার, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোটার্স ইউনিটি, মহিপুর প্রেসক্লাব, কলাাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম, কলাপাড়া পৌর কাউন্সিলর মাহবুব আলম, হুমায়ূন কবির, খায়রুল হাসনাত খালিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন