শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে নিয়ে করা রিপোর্টের প্রতিবাদ জানিয়ে নেছারাবাদে বিশাল প্রতিবাদ সভা

নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৬:০৫ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ,ম রেজাউল করিম-কে জড়িয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে ষড়যন্ত্র,মিথ্যা বলে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে নেছারাবাদ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার মাগরিব নামাজ বাদ উপজেলা আওয়ামীলীগ অফিস চত্ত্বর সামনে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় কয়েক সহস্রাধিক মানুষ ওই সমাবেশে অংশগ্রহণ করে।

উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এস,এম মুইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী সাইফুদ্দিন তৈমুর, উপজেলা আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ফায়েজ, উপজেলা কৃষকলীগ নেতা মো. শাহিন, গুয়ারেখা ইউপি চেয়ারম্যান আব্দুর রব সিকদার, আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার, সমেদয়কাঠি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন আহম্মেদ, দৈহারি ইউপি চেয়ারম্যান মো. জাহারুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম বিপ্লব, কাজী সাইফুদ্দিন শাহরিয়ার সোহাগ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো. শহিদুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো.বায়েজিদ আহসান, উপজেলা ছাত্রলীগ নেতা মো. শিমুল, শ্যামল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম একজন দুর্নীতিমুক্ত ও জনপ্রিয় নেতা। এ জন্য তাকে বিতর্কিত করতে স্থানীয় একটি চক্রের সহযোগীতায় তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশিত করা হয়েছে। তাই তারা জাতীয় দৈনিকে প্রকাশিত ওই সংবাদকে মিথ্য ও ভিত্তিহীন বলে অভিযোগ করেন।

সমাবেশ শেষে বক্তারা বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করে স্বরূপকাঠি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন