শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টেকনাফে ধরা পড়ল ৪ মণ ওজনের পাখি মাছ

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

টেকনাফ শাহপরীরদ্বীপে জেলের জালে ধরা পড়েছে ৪ মন (১৬০ কেজি) ওজনের পাখি মাছ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ঘোলার চরের গভীর বঙ্গোপসাগরে মৌলভী আয়ুব নামে এক জেলের জালে এই পাখি মাছটি ধরা পড়ে। বিরল প্রজাতির পাখি মাছটি এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা। স্থানীয় বাজারে মাছগুলোর চাহিদা না থাকায় টেকনাফ শহরের মাছের আড়তে নিয়ে যাওয়া হয়েছে।
জেলে মৌলভী আয়ুব জানান, দ্রুতগামী এ পাখি মাছ এর আগে কখনো আমার জালে ধরা পড়েনি। এ ব্যাপারে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার জানান, বিরল পাখি মাছ খেতে বেশ সুস্বাদু হওয়া দেশের বাইরে এর বেশ চাহিদা রয়েছে। এর ইংরেজি নাম সেইল ফিশ বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন