অবশেষে আফগানিস্তানের আটকে রাখা রিভার্জ ফান্ডের ৭০০ কোটি ডলার ছাড়ের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এমনটি জানানো হয়।
শুক্রবার প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষর করা ওই নির্বাহী আদেশে বলা হয়েছে, ছাড় করা রিজার্ভের অর্ধেকটা যাবে দুর্ভিক্ষ কবলিত আফগানদের মানবিক ত্রাণ সহায়তায় জন্য এবং বাকিটা পাবে ২০০১ সালে যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলায় হতাহতদের পরিবার।
তবে, এ অর্থ কোনোভাবেই তালেবানের হাতে যাবে না বলেও দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন এ অর্থছাড়ে সংশ্লিষ্ট হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
শীত ও দুর্ভিক্ষের কারণে আফগানদের ভয়াবহ মানবিক দুর্দশায় মার্কিন কংগ্রেসে দফায় দফায় আলোচনা-সমালোচনার মুখে প্রেসিডেন্ট বাইডেন এমন নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন