সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর বলেছেন, আপনারা দুর্নীতির ঊর্ধ্বে থেকে গ্রাহকদেরকে উত্তম সেবা দিবেন। কোন গ্রাহক যেন হয়রানির শিকার না হয়। তবে ঋণ বিতরণ ও আদায়ে আপনারা আরো দায়িত্বশীল হবেন। কোনো কোনো ক্ষেত্রে ঋণ আদায়ে কাউকে ছাড় দিবেন না। হাসিমুখে কৌশল অবলম্বন করে ঋণ আদায় করবেন।
সোনালী ব্যাংক লিমিটেড নরসিংদী প্রিন্সিপাল অফিস আয়োজিত ব্যবসায়ীক মতবিনিময় সভায় গতকাল শনিবার নরসিংদী জেলার সকল ম্যানেজারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস নরসিংদীর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ব্যবসায়ীক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজারস অফিস ঢাকা-১ এর জেনারেল ম্যানেজার আবদুল কুদ্দুস, ডেপুটি জেনারেল ম্যানেজার স্বপন কুমার দাস, জেলার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী প্রন্সিপাল অফিসের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ আচার্য্য, সোনালী ব্যাংক মাধবদী শাখার ম্যানেজার (এসপিও) মোহাম্মদ নুরে আলম, নরসিংদী শাখার এজিএম মো. আজিজুর রহমান। সভায় নরসিংদী জেলার সোনালী ব্যাংক শাখার সকল ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন