শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয়!

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ভ্রাম্যমান প্রাণী চিকিৎসালয় হিসেবে ব্যবহারের জন্য ৫০ লক্ষাধিক টাকা মূল্যের গাড়ি উপহার পেয়েছে বগুড়া সদরের প্রাণী সম্পদ বিভাগ। সম্প্রতি রাজধানীতে আনুষ্ঠানিক ভাবে এই গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থেকে এটি গ্রহণ করেন বগুড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এম আব্দুস সামাদ। তিনি জানান, প্রাণী সম্পদের সুরক্ষা এবং ডিম, দুধ ও গোশত উৎপাদনে সরকারি লক্ষ্য অর্জনে সফল ৬১ উপজেলায় এরকম ৬১টি গাড়ি হস্তান্তর করা হয়েছে।
এর ফলে বগুড়া সদরের পোল্ট্রি ও ডেইরি খামারিরা উপকৃত হবেন। তিনি আরও জানান, কিছুদিনের মধ্যেই সারাদেশের ৩৬০ উপজেলায় এ ধরণের গাড়ি প্রদান করা হবে বলে মন্ত্রণালয় থেকে তাদের জানান হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন