দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে খাগরিয়ায় আকতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জসীম উদ্দীনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, অস্ত্রবাজীর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাতকানিয়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, খাগরিয়া ইউনিয়নের মৃত আব্দুল খালেকের পুত্র মোহাম্মদ ওসমান গনি ওরফে কানা ওসমান (৪০), জুরারকুল এলাকার জাগির হোসেনের পুত্র ও চেয়ারম্যান আকতার হোসেনের ভাই সরোয়ার জামান (৫০), ৪ নং ওয়ার্ডের মৃত কালা মিয়ার পুত্র আহমদ কবির ওরফে ভুত্যাইয়া (৪৫) ও মাইজপাডার আবুল কাসেমের পুত্র রিদুয়ান হাসান কাশমি (৩২)। এর আগে মোহাম্মদখালি এলাকার সৈয়দ আহমদের পুত্র জসিম উদ্দিনকে একটি লম্বা বন্দুকসহ আটক করেছিল পুলিশ। এ নিয়ে নির্বাচনী অস্ত্রবাজীতে থানা পুলিশের হাতে ৫ জন গ্রেফতার হলো। এছাড়াও র্যাবের হাতে অস্ত্রগুলিসহ জামাল নামের আরো একজন গ্রেফতার হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন