শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

পুলিশ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

রাজধানীর সবুজবাগে লাবণী আক্তার (৩০) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। লাবণী পুলিশ কনস্টেবল অভিজিৎ সোহাগের স্ত্রী। নিহতের লাশ ময়না তদন্তের জন্য র ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে মাদারটেক চৌরাস্তা পাবনা গলি এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল ইসলাম বলেন, অভিজিৎ তার স্ত্রী লাবণীকে নিয়ে ওই বাসায় থাকতেন। স্বামী হিন্দু ধর্মাম্বলী হলেও স্ত্রী মুসলমান ছিলেন। পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। আমরা বিষয়টি তদন্ত করছি। লাবণীর বাড়ি খুলনা ও অভিজিতের বাড়ি মাদারীপুর। অভিজিৎ ঢাকা জেলায় (মিল ব্যারাক) পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন