সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

বিদেশগামী কর্মীর স্বার্থ রক্ষায় সজাগ দৃষ্টি রাখতে হবে -রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৪৮ পিএম

বিদেশগামী কর্মীদের স্বার্থ রক্ষায় সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিমানসহ বিদেশি এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে টিকিটের মূল্য তিন গুন বাড়িয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ৩৫ হাজার টাকার ওয়ানওয়ের টিকিট বর্তমানে এক লাখ টাকা দিয়ে কিনতে বাধ্য হচ্ছে বিদেশগামী কর্মীরা। বিমানের টিকিট সিন্ডিকেট চক্র ব্লক করে রাখছে। গতকাল শনিবার রাতে বিজয়নগরস্থ কার্যালয়ে রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের দ্বি বার্ষিক নির্বাচনী প্যানেল পরিচিতি সভায় বায়রার সদস্যবৃন্দ এসব কথা বলেন। সংগঠনের সভাপতি এম টিপু সুলতানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কাজী আব্দুর রহিম, কো- চেয়ারম্যান ও আবিদ ওভারসীজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আজাদ, মহাসচিব আরিফুর রহমান, শাহীন উদ্দিন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মকবুল আহমেদ, শেখ ইকবাল, আহমেদুল্লাহ বাচ্চু, মনিরুজ্জামান স্বজল, শাহরিয়ার হোসেন। সভাপতির বক্তব্যে এম টিপু সুলতান বলেন, গরিব নিরীহ প্রবাসী কর্মীরা উচ্চ মূল্যের টিকিটের টাকা যোগাতে ভিটেমাটি বিক্রি করতে বাধ্য হচ্ছে। বিমানের টিকিট সিন্ডিকেট বন্ধ করে টিকিটের দাম সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে হবে। তিনি বলেন, বিমানের অসাধু কর্মকর্তারা আগামী তিন মাসের টিকিট ব্লক করে রেখে ট্রাভেল এজেন্টের সাথে আতাঁত করে রাতারাতি কালো টাকার মালিক হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, নেতৃবৃন্দ বলেন, রিক্রুটি এজেন্সিগুলোর রুটি রুজি ও অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় মালয়েশিয়ার শ্রমবাজারে সকল বৈধ এজেন্সিকে কর্মী প্রেরণের সুযোগ দিতে হবে। টিকিট ও শ্রবাজারের সকল সিন্ডিকেটকে রুখতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন