চট্টগ্রাম ব্যুরো : সরকারি ন্যায্যমূল্যের চাল বিক্রির কর্মসূচিতে অনিয়মের অভিযোগে বরখাস্ত তিন খাদ্য পরিদর্শকসহ ৫ জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল (বৃহস্পতিবার) বিকেলে তাদের দুদকের আগ্রাবাদ কার্যালয়ে ডেকে নিয়ে এরপর তাদের আটক করা হয়। তিন খাদ্য পরিদর্শক হলেন, শুভজিৎ দে, মো: শাহনেওয়াজ ও মো: শাহাবুদ্দিন। অপর দু’জন হলেন ডিলার সৈয়দ মো: মারুফ ও জাহাঙ্গীর আলম।
দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আবু সাইদ জানান, ডিলারের সঙ্গে কারসাজি করে চাল আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গছে পাঁচজনের বিরুদ্ধে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলাম। তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা তাদের আটক করেছি।
আটক ৫ জনকে নগরীর সদরঘাট থানায় রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, আজ (শুক্রবার) তাদের আদালতে হাজির করা হবে। এর আগে অভিযোগের সত্যতা পাবার পর গত ১ নভেম্বর তিন খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত এবং তিন ডিলারের ডিলারশিপ বাতিল করে খাদ্য অধিদফতর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন