রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ধামতী দরবার শরীফে ৭৪তম ইছালে ছাওয়াব শুরু আজ

দেবিদ্বার (কুমিল্লা) থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৫৩ পিএম

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী ধামতী দরবার শরীফের ৭৪তম বার্ষিক ইছালে ছাওয়াবের মাহফিল আজ ১৪ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হচ্ছে। ২দিন ব্যাপী মাহফিল সফল করার লক্ষে ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে বিশাল পেন্ডেল ও ষ্টেইজ ছাড়াও আগত ভক্তবৃন্দের থাকা, খাওয়া, অজু, গোছল, টয়লেট ও গাড়ী পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। রাস্তা যানযট মুক্ত রাখতে স্বেচ্ছাসেবক নিয়োগ, অসুস্থ্য হয়ে পড়া রোগীদের জন্য চিকিৎসা সেবা প্রদান ও ব্যাপক নিরাপত্তা জোরদার করাসহ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি (বুধবার) বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। এতে দেশ-বিদেশের ওলামায়ে কেরাম ও বিভিন্ন দরবার শরীফের পীর ছাহেবগণ বয়ান করবেন। উক্ত মাহফিলে প্রতি বছরের ন্যায় এবারো বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক নেতৃবৃন্দসহ লক্ষাধিক ভক্তবৃন্দের সমাগম হবার সম্ভাবনা রয়েছে। উক্ত মাহফিলে উপস্থিত থেকে দুনিয়া ও পরকালের অশেষ ছাওয়াব হাসিল করার জন্য দরবার শরীফের পীর, আলহাজ্ব মাওলানা বাহাউদ্দিন আহমাদ বিন মহিউদ্দিন ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি অনুরোধ জানিয়েছেন। # #

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন