শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুড়িগ্রামে শহীদ রাউফুন বসুনিয়ার ৩৭তম শাহাদত বার্ষিকী পালন

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৮:১৬ পিএম

কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শহীদ রাউফুন বসুনিয়ার ৩৭তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

রোববার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বসুনিয়া পাড়ায় তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন সংগঠন। পরে শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ র‌্যালীসহ পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করে। এতে শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সভাপতি এস এম ছানালাল বকসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আব্রাহমা লিংকন, সাঈদ হাসান লোবান, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, শহীদ রাউফুন বসুনিয়া পরিবারের সদস্য সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম বসুনিয়া, আশির দশক ছাত্র সংগ্রাম পরিষদের নেতা মাজেদ আলী, অলক সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ১৯৮৫ সালের ১৩ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে নেতৃত্বদান কালে স্বৈরাচারী এরশাদ সরকারের পেটোয়া বাহীনির গুলিতে জাতীয় ছাত্রলীগের ঢাকা বিশ্ব বিদ্যালয়ের নেতা কুড়িগ্রামের রাউফুন বসুনিয়া শহীদ হন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন