ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর বলেছেন, সমাজের কোথায় আজ ইসলাম নেই, সমাজের প্রতিটি সেক্টর আজ দুর্নীতিগ্রস্থ। এমনকি পারিবারিকভাবেও ইসলাম উপেক্ষিত। ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রের প্রত্যেক সেক্টরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। দ্বীনের দাওয়াত সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি তেমন ভাল নেই। দুর্নীতি দুঃশাসনের কবলে প্রিয় বাংলাদেশ আজ আক্রান্ত। এর মূল কারণ হচ্চে মানুষের মধ্যে আল্লাহর ভয় নেই। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সেই কোনদিন দুর্নীতি, অন্যায়, অভিচার, জুলুম, নির্যাতন করতে পারেনা। তিনি সবাইকে আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার আহবান জানান। আল্লাহ তায়ালার ভয় অন্তরে স্থাপন করতে হলে আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যেতে হবে। তাহলে সমাজে শান্তি ফিরিয়ে আসবে। গত বৃহস্পতি, শুক্র ও শনিবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট সংলগ্ন আউলিয়ানগর আতহারুল উলুম মোহাম্মাদীয়া মাদরাসা ময়দানে তালিমী ইজতেমায় মুনাজাত পূর্বে আখেরী বয়ানে তিনি এসব কথা বলেন। গত শনিবার রাতে আখেরী বয়ান ও মুনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হয়। মাহফিলের শেষদিন বয়ান করেন হযরত মাওলানা মুফতী মুস্তাকুন্নবী। এ ছাড়াও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম-পীর মাশায়েখ বয়ান করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন