শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

অভাবে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

রাজধানীর মুগদা থানার ওয়াসা গলিতে অভাবের কারণে সংসার চালাতে না পারায় মো. ফাহিম (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শনিবার রাতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মুগদা থানার এসআই আকরাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে তার গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করি। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক মর্গে পাঠাই। তিনি বলেন, ফাহিম কমলাপুর আইসিডিতে লেবার হিসেবে কাজ করত। তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। সে তার শ্বশুর বাড়িতে থাকত। রাতে এসে সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এসআই আকরাম বলেন, তার বাসায় একটি ড্রাম ও একটি বেড ছাড়া কিছুই নেই। অভাব-অনটনের কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তারপরও মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় নিহত ফাহিমের মা সাইয়েদা আকতার বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা (মামলা নং-৬) দায়ের করেছেন। ফাহিমদের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়। বাবার নাম আজিজুল করিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১১:২১ এএম says : 0
Those who says our country is developed than Singapore and Canada. Allah will catch them ....................
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন