গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শ্রীপুর মডেল থানার এস আই মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রবিবার রাত পৌনে দুইটার দিকে ওই এলাকার শাহিনের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কেওয়া পশ্চিমখন্ডের শহীদ মিয়ার ছেলে সিয়াম (১৮), মৃত জুবেদ আলীর ছেলে বাবুল (৪৪), মৃত আবুল কালামের ছেলে মো. ফিরোজ (৪৬), দানেশ আলীর ছেলে মোহাম্মদ শহীদ (৪৮), জানে মিয়ার ছেলে আলহাজ (৩৪) ও ময়মনসিংহ গৌরীপুর থানার দেওয়ান খোলা গ্রামের মৃত জালালের ছেলে কাজল (৫৮)। এসময় তাদের কাছ থেকে ৫ টি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন