শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মির্জাপুর শতাধিক বিএনপি সমর্থকের আওয়ামী লীগে যোগদান

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে মুনসুর মাষ্টারের নেতৃত্বে শতাধিক বিএনপি সমর্থক আওয়ামীলীগে যোগদান করেছেন।

শুক্রবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মুশুরিয়াঘোনা গ্রামের শতাধিক বিএনপি সমর্থক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপির বাস ভবনে এসে ফুলের মালা পড়ে আওয়ামী লীগে যোগদান করেন।

উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির, তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শওকত মোমেন, পৌর ছাত্রলীগ আহবায়ক মোবারক হোসেন, যুগ্ম আহবায়ক ওয়াকিল আহমেদসহ প্রমুখ নেতারা এসময় উপস্থিত ছিলেন।

মুনসুর মাষ্টারসহ যোগদান করা অন্যরা জানান, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শ, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা ও স্থানীয় এমপি আলহাজ মো. একাব্বর হোসেনের নেতৃত্বে মির্জাপুরে যে উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হয়ে তা দেখে তারা আওয়ামী লীগের যোগদান করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন