শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

মাতৃভাষার শুদ্ধ চর্চা

মো. আবু তারেক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৪৭ এএম

মা, মাতৃভূমি, মাতৃভাষা সকলের কাছে প্রিয়। বাংলা ভাষা পৃথিবীর মধ্যে একমাত্র ভাষা, যা রক্ষার জন্য বাঙালিরা বুকের তাজা রক্ত বিসর্জন দিয়েছিলো এবং বাংলা ভাষার শ্রদ্ধার নিদর্শন স্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রæয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা দিয়েছে। ফলে বিশ্বব্যাপী বাংলা ভাষা অনন্য স্থান দখল করেছে এবং প্রতিবছর মর্যাদার সাথে ২১ ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালিত হয়ে আসছে। ভাষাভাষীর দিক দিয়ে বর্তমান বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ এবং বিশ্বজুড়ে প্রায় ২৮ কোটি মানুষের মুখের ভাষা বাংলা। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের দাপ্তরিক ভাষা বাংলা। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষার প্রচলন রয়েছে। দুর্ভাগ্যবশত বাংলা ভাষার সঠিক ব্যবহার ও গুরুত্ব এখনো নিশ্চিত হয়নি। যদিও ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা হিসেবে ব্যবহার হয়, কিন্তু মাতৃভাষা হিসেবে বাংলা ভাষাকে কম গুরুত্ব দেওয়া কখনো কাম্য নয়। বিশেষ করে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও বিচারিক কাজে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষার গুরুত্ব নিশ্চিত করতে হবে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাকে ইংরেজির সাথে মিশ্রিত করে ব্যবহার ও ইংরেজি শব্দ দ্বারা বাংলা লেখার প্রবণতা বাড়ছে। এটা যেমন ভাষা শহীদদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ, তেমনি বাংলা ভাষার অমর্যাদা করা। বাংলা ভাষার সঠিক গুরুত্ব ও শুদ্ধ চর্চা নিশ্চিতে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন ও পাঠ্যপুস্তকে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন কার্যালয় ও বিচারিক কাজে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে। যুগের সাথে তাল মিলাতে গিয়ে বাংলা ভাষার অবমাননা যাতে না হয় সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। তাহলেই বাংলা ভাষা ও ভাষা শহীদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা সম্ভব হবে।

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন