মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সীতাকুন্ডে সমুদ্র থেকে বালু উত্তোলনের দায়ে মালিককে গুনতে হল ১ লক্ষ টাকা

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৯:২২ পিএম

কর্ণফুলি মোহনার সন্দ্বীপ চ্যানেলের সীতাকুন্ডে সমুদ্রে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাল্কহেড এর মালিক আবু খালেদ ও মনসুর তাদের অপরাধের জন্য মঙ্গলবার এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে ঐদিন আটককৃত দুই শ্রমিককে মুচলেকা দিয়ে তখন ছেড়ে দেয়া হয়। ভবিষ্যতে অবৈধভাবে সমুদ্র থেকে বালু উত্তোলন করবেনা এ মর্মে বাল্কহেডটিকে ছাড়িয়ে নেয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ আশরাফুল আলম। তিনি বলেন, কোনো ভাবেই সমুদ্র থেকে বালু উত্তোলন করা যাবেনা।

উল্লেখ্য, গত সোমবার সকাল ১১টায় থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি’র) নেতৃত্বে সমুদ্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ মোবাইল কোর্টে সন্দ্বীপ চ্যানেলের সীতাকুন্ডের গুলিয়াখালী মাঝ সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি বাল্কহেড জব্দ করা হয়। এসময় দুজনকে আটক করা হয়। ঐ ঘটনায় জব্দকৃত বাল্কহেড এর মালিককে এক লক্ষটাকা অর্থদন্ড করা হয়। সমুদ্রে মোবাইল কোর্ট পরিচালনাকালে সীতাকুন্ড মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন